আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে চন্দনাইশের গাছবাড়িয়ায় বাগদাদ গ্রোসারী মার্টের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন


চন্দনাইশ প্রতিনিধিঃ

জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়ায় খাঁনহাট বাগদাদ গ্রোসারী মার্টের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ – ২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১লা জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিশাল কেক কেটে আজিজ শপিং কমপ্লেক্সের বাগদাদ গ্রোসারী মার্টে ২০২৫ সালে প্রথম দিনে দিনটি উদযাপন করা হয়। দিনটি উদযাপনের জন্য বাগদাদ গ্রোসারী মার্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরান তেলওয়াত, কেক কাটা, মিষ্টি মুখ করানো এবং ব্যবসায়িক ভাইদের সাথে নতুন দিনের শুভেচ্ছা বিনিময়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন। উদ্বোধক ছিলেন বাগদাদ গ্রোসারী মার্ট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, থানার এএসআই কামাল গাজী, বাগদাদ গ্রোসারী মার্ট ও বাগদাদ ইলেক্ট্রনিকস এর এমডি ইমতিয়াজ উদ্দিন মারুফ, বাগদাদ গ্রোসারী মার্ট এর সিইও মিনহাজুর রহমান মাহফুজ, বিশিষ্ট ব্যবসায়ী তারেকুর রহমান রাফি, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ নাসির, মোহাম্মদ রফিক, নরেশ ধর, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর