আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করে ১১ ঈগল বাস কতৃপর্ককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টার দিকে,কেরানিহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্বদেন,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারিস্তা করিম,অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন থানা পুলিশ ও ছাত্র জনতা।ভ্রাম্যমান আদালত সূত্র জানান,উপজেলাধীন কেরানিহাট এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় ঈগল বাসে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের বিষয়টি বাস যাত্রীরা নিশ্চিত করেন।যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ১১টি ঈগল পরিবহনের চালক কে,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।শহরমুখী ঈগল বাসের যাত্রী আনোয়ার হোসেন বলেন,নতুনভাবে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে,তা বাস্তবায়ন হবে কিনা জানিনা,তবে এভাবে প্রশাসনের নজরদারি থাকলে অবশ্যই তা বাস্তবে রূপ নেবে।জনস্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে থাকলে,কখনো তারা অনিয়ম করতে সাহস করবে না।নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন,যেখানে ও নিয়ম সেখানেই উপজেলা প্রশাসন।অপরাধী যতই শক্তিশালী হোক না কেন,আইনের কাঠগড়ায় আসতেই হবে।আপনারা অবগত আছেন,উপজেলা আনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বাস ভাড়া নির্ধারণ করা হয়।তারই ধারাবাহিকতায়,অভিযোগের ভিত্তিতে আজকে,কেরানিহাট এলাকায় ঈগল বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ সত্যতা পাওয়ায় ১১ ঈগল বাস কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।কেরানিহাট থেকে শহর মুখী সকল বাস মালিক এবং চালকদের সরকার নির্ধারিত ভাড়া গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন,গত উপজেলা আইন-শৃঙ্খলা মিটিং এ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ,বাস মালিক শ্রমিক সমিতির প্রতিনিধি,ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিতব্য,সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম শহর হতে চকরিয়া ১৫০ টাকা,লোহাগাড়া ১০০ টাকা কেরানিহাট ৮০ টাকা নির্ধারণ করা হয়,তা বাস্তবায়নের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সে সময় ইগল বাসে ভাড়া গ্রহণে অনিয়ম,পাওয়ায়,আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হয়।
Leave a Reply