আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগণ কে সাথে নিয়ে জনগণের জন্য বিএনপি’র রাজনীতি: জামাল হোসেন


সাতকানিয়ার ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ১১জানুয়ারি, শনিবার সকাল ১০টায় মির্জাখীল বাংলাবাজারে লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কারানির্যাতিত জননেতা জামাল হোসেন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এতে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন ।

এতে আরো উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব কারানির্যাতিত নেতা গোলাম রসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, হাজী আবু ছৈয়দ, নাছির উদ্দীন, সাতকানিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব এস এম জাহেদ, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, নাজমুল হাসান সম্রাট, মিজানুর রহমান, নাজিম উদ্দীন নাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদুর রহমান, সদস্য সচিব ওসমান গনি শুভ, যুগ্ম আহবায়ক কামাল উদ্দীন, যুগ্ম আহবায়ক এইচ এম রেজাউল করিম, যুগ্ম আহবায়ক আবুল কাসেম, যুগ্ম আহবায়ক সরওয়ার আলম, রুবেল, মাহমদ হোসেন, নেজাম উদ্দীন, ছৈয়দ নুর, তারেক ড্রাইবার, মোহাম্মদ জাকারিয়া, সোনামিয়া, কামাল উদ্দীন, সোনাকানিয়া ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, হাসান,সেলিম, ছাত্রদল নেতা আজিমুর রহমান সহ ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর