সরওয়ার কামাল, মহেশখালীঃ
২৩ই অক্টোবর মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে ভেসে এসেছে এক অজ্ঞাত যুবকের লাশ।
লাশটি উদ্ধার করেছে মহেশখালী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো জানিয়েছে পুলিশ। ২৩ই অক্টোবর বিকাল ৪ টায় ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে লাশটি দেখতে পেয়ে মহেশখালী থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মহেশখালী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার (ওসি) কায়সার হামিদ।
তিনি বলেন, ছোট মহেশখালী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।