চন্দনাইশ প্রতিনিধি:
জমকালো আয়োজনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত প্রথম বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
দক্ষিণ গাছবাড়িয়া হরিনার পাড়া স্টেডিয়ামে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, উদ্বোধক ছিলেন সৌদি আরব
মানজিল আল মারজান ও মানজিল আল সাফা হোটেল ম্যানেজমেন্ট কোম্পানীর চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)।
চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার উদ্দীনের সভাপতিত্বে চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল মাবুদ, চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মোজাম্মেল হক তালুকদার, সাবেক কাউন্সিলর ইদ্রিস, ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদীয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম সওদাগর, চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর হামিদ, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, ব্যাংকার মোঃ রফিক আহমদ, প্রভাষক মো. আবু বক্কর, ব্যাংকার ওমর ফারুক, সমাজসেবক হাজী আব্দুল খালেক, মো: শাহরুফ উদ্দিন লাভলু, মোঃ মিজান, , মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী স্মৃতি সংসদের কার্যকরী কমিটির সহ সদস্য সচিব মো. জিসান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, প্রচার সম্পাদক মোহাম্মদ তানজিদ, কার্যকরী সদস্য মোহাম্মদ সাজিদ, রিদোয়ান, মোস্তফা, তাসিন, সাফিন, রাফি, সিফাত, সাইমন, আনিক, মাহিন, সাফি, সাফিন, সিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে ২-১ গোলে দেয়াং পাড়া ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হন নাছির মোহাম্মদ পাড়া ফুটবল একাদশ।