আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা


ফজল উদ্দিন, ছাতক প্রতি‌নি‌ধি

আবেগঘন পরিবেশে ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নাকে বিদায়ী সংবর্ধনা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। গত বৃহস্পতিবার দুপু‌রে উপ‌জেলা মাধ‌্যমিক বিদ‌্যালয় শিক্ষক স‌মি‌তির উদ্দ্যো‌গে উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়ে‌ছে।

উপজেলা মাধ‌্যমিক শিক্ষক স‌মি‌তির আহবায়ক না‌সির উদ্দিনের সভাপ‌তিত্বে কামাল আহম‌দের প‌রিচালনায় অনু‌ষ্টিত বিদায়ী সংবধনা সভায় প্রধান অ‌থি‌তি ছিলেন গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অ‌থি‌তি ছি‌লেন উপজেলার মাধ‌্যমিক শিক্ষা কর্মকতা পু‌লিন চন্দ্র রায়। অনু‌ষ্টিত সভায় বক্তব‌্য রাখেন একডেমী শিক্ষা কমকতা সুয়েব আহমদ,প্রধান শিক্ষক আবুহেনা,আসাদুজ্জামান প্রমুখ।

ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন র‌নি, শিক্ষক না‌সির উদ্দিন,আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর