সুজন ভারত>>>ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের ভয়াবহ হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বস্তার ডিভিশনের বিজাপুর জেলার বেদ্রে-কুতরু সড়কের জঙ্গল ঘেরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) দলের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ) একটি পুলিশ গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায়।পুলিশ সূত্রে জানা গেছে,ওই গাড়িতে “ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড” বাহিনীর সদস্যরা ছিলেন।হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলার মধ্যেই মাওবাদীরা এই প্রতিঘাত করেছে।এলাকাটি পাহাড় ও জঙ্গলে ঘেরা হওয়ায় মাওবাদীরা সহজেই ল্যান্ড মাইন ফাঁদ পেতে এই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মাওবাদীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।এই হামলা কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
Leave a Reply