আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চেসিসে ঢালাই করে নেওয়া ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার:পিকআপসহ চালক গ্রেফতার


শ.ম.গফুর, ভ্রাম্যমাণ প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।৭ নভেম্বর দিনগত রাত অনুমান পৌণে ১০ টারদিকে র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কাইম্যার ঘোনা এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কের ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্কের বিপরীত পাশের মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করেন। চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাব’র আভিযানিক দল টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি পিকআপ গাড়িকে দেখে থামানোর সংকেত দেন, গাড়িটি সন্দেহজনকভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করেন। কিন্তু পালাতে পারেননি।ধরা পড়ে যান পিকআপসহ এক ব্যক্তি। জব্দ পিকআপের রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৮২। অতঃপর বিশেষ কায়দায় গাড়ির চেসিসের ভিতর ঢালাই করে লুকায়িত অবস্থায় ইয়াবা ট্যাবলেট রয়েছে মর্মে স্বীকার করেন ধৃত ব্যক্তি।

উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির গাড়ি তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ আলম(৩৫)টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেরুনতলী পশ্চিম পাড়ার সৈয়দ আলম-নুর জাহান দম্পতির ছেলে।গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে নিকটস্থ রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র‍্যাব সুত্র নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর