ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবস পেয়েছেন তারা। দিনটি কীভাবে কাটল তাদের? একে অপরকে কীভাবে ভালোবাসার কথা জানালেন তারা? সোমবার রাতে পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায় রাতে কোথাও ঘুরতে গেছেন। সেখানেই ভিডিওটি ধারণ করেছেন পরী। অন্ধকার চেপে বসেছে চারদিকে। কিন্তু আকাশের বুকে ঝলমল করছে চাঁদ। সেই চাঁদকে সাক্ষী রেখে সুনসান নীরবতার দেওয়াল ভাঙলেন তারকা দম্পতি। রাজ ও পরী তাদের ফেসবুকে মঙ্গলবার ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন ভালোবাসার কথা। পরী লিখেছেন, আমি বিশ্বাস করি জীবনকে ভালোবাসা, অল্প সময়ের জন্য জীবনকে উপভোগ করা এবং অনুশোচনা ছাড়াই বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ। জীবন খুবই অনিশ্চিত।