চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ ২নং ওয়ার্ড সিকদার পাড়ায় চিরকুট লিখে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত কিশোরী পারভিন জুবলী (১৪) ওই এলাকার আবদুল গফুরের মেয়ে।
গত ১০ এপ্রিল ভোর রাতে নিজ বাড়ির বিমের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
চিরকুটে আত্মহত্যা করার পুর্বে কিশোরী জুবলী লিখেছেন যে, সরি আম্মু আমি সাকিবকে ভালবাসি। আমি সাকিবকে বিয়ে করবো। আর কাউকে মন থেকে মেনে নিতে পারবো না। তোমরা আমাকে এতবার বলার পরও আমি ওকে ভালবাসি। ওকে ছাড়া বাঁচতে পারবো। তাই আজ তোমাদের সব বলে দিলাম। তোমরা সবাই ভাল থেকো।
স্থানীয় ইউপি সদস্য মো. শরফু সিকদার জানান, জুবলি ১০ম শ্রেণিতে পড়তো। ঘটনারদিন চিরকুট লিখে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলে পুলিশকে খবর দিই। এদিকে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে চিরকুট জব্দ করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান জানান, কিশোরী আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল শেষ করেন। লাশটির সটিক তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply