প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এই আয়োজনে আরও অংশীদার হিসেবে আছে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, সিআরপি, ইউসেপ, ইপসা এবং ব্র্যাক এসডিপি। চট্টগ্রাম ও আশেপাশের জেলার প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি গুলোতে আবেদন করতে পারবে।
চাকরি মেলাটি আগামী ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হলে (আগ্রাবাদ) অনুষ্ঠিত হবে। এই মেলায় বিভিন্ন সেক্টরের বহু নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেবে, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগ্রহী।
চাকরিপ্রার্থীরা তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটি শুধুমাত্র একটি চাকরি মেলা নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং তাদের সঠিক দক্ষতা ও সামর্থ্যের স্বীকৃতি দিতে আমাদের এক যৌথ প্রয়াস।
যারা এই মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন। এই লিংক এ ক্লিক করুন