শারদীয় দূর্গাপুজার মহাসপ্তমীতে গত ১০ অক্টোবর ২০২৪ খ্রি. চট্টগ্রাম মহানগরীর সার্বজনীন শ্রী শ্রী মা চণ্ডী মন্দির পূজামন্ডপ, মোহরা সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজামণ্ডপ ও শ্রীমৎ স্বামী তারানন্দ যোগাশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। তিনি নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্যাপনের বিষয়ে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।তিনি বলেন আপনারা নিঃসন্দেহে আপনাদের ধর্মীয় উৎসব পালন করেন এবং সব ধরনের আইন সম্পর্কে অবগত করেন একই সাথে তিনি বলেন সিএমপি সবসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে।
এই সময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,
চান্দগাঁও থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ এ শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন।
ইমরান আহমদ