চাটগাঁর সংবাদ পত্রিকা কার্যালয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) এই উপলক্ষে পরিচালনা পর্ষদ, প্রতিনিধি এবং পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, আজকের এইদিনে রক্তাত্ব কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রাঃ) সহ ৭২ জন শহীদ হয়েছিলেন। তাছাড়াও ইসলামের আলোকে এইদিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এইদিনের মর্মার্থ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করতে হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. অলি আহমদ কলেজের শিক্ষক প্রফেসর মো: শহীদুল্লাহ, লায়ন এসবি জীবন, উৎপল বড়ুয়া, মো: মোস্তফা কামাল নিজামী, সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক প্রফেসর মুহম্মদ রুহুল আমিন, মাস্টার শহীদুল ইসলাম, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, মো: রিয়াদুল আলম, সুমন বৈদ্য, রাজীব আচার্য্য, মো. মোস্তাফিজুর রহমান, সাঈদুর রহমান চৌধুরী, নুরুল কবীর রিফাত, মো: আনিসুল হক সোহেল প্রমূখ।