আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টার মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি >>> মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে চাঁপাইনবাবগঞ্জে সংসিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার।রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জণ রায় পোদ্দার বলেন,একজন শিক্ষার্থীর আগামী নির্মিত হয় প্রাথমিক বিদ্যালয়ে।সেদিক বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলীসহ অনান্যরা।মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সংসিষ্ট দপ্তরের কর্মকর্তরা অংশ নেন। একই দিনে বিকালে শিবগঞ্জ উপজেলার চাতরা সরকারী প্রাথমিক বিদ্যালয়,শ্যামপুর বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।সবশেষে উপজলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর