আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরের গোসাইলডাঙ্গায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের করা এক মামলায় চসিকের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে তার বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা সেটা দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য ঘোষণা করা হলে উপ-নির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন। ২০২১ সালে ওই ওয়ার্ড থেকে ঘুড়ি মার্কায় দলীয় মনোনয়ন পেলেও জয় পাননি তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর