পরপারে সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম। শনিবার ভোর ৪ টার দিকে চট্টগ্রামের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ও কালিয়াইশ ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। এবং দীর্ঘদিন বান্দরবান বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত (স্ট্রোক) কারণে বেশ কয়েক মাস যাবৎ চট্টগ্রামের বেসরকারী হাস্পাতালে শয্যাশায়ী ছিলেন।
আজ শনিবার দুপুর ১টায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী, শিক্ষক- কর্মচারী ও সাধারণ জনগণ তার রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।