আজ ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাতবাড়িয়ায় মাওলানা আব্দুস সালাম হাবিব- ছামুদা খাতুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার:

চন্দনাইশের সাতবাড়ীয়া বহরমপাড়ার মাওলানা আব্দুস সালাম হাবিব- ছামুদা খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ মার্চ সোমবার দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। সভাপতিত্ব করেন কার্যক্রমের পৃষ্ঠপোষক ও ডা. কুতুব উদ্দীন। সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা হোসাইন রুমী। মোনাজাত পরিচলনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল বারী। সমস্ত কার্যক্রম তত্বাবধান করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মো. মহিউদ্দিন।

এ সময় সাতবাড়ীয়া, বৈলতলী, বরমা, চন্দনাইশ হারলার ২৫টি এতিমখানা ও ৪টি মসজিদ এবং ১৫০০ পরিবারের মধ্যে মাহে রমজানের উপহার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর