মুহাম্মদ আরফাত হোসেন-বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ ফেব্রুয়ারী শনিবার সকালে বরকল ইউনিয়ন পরিষদ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন, নব নির্বাচিত চেয়ারম্যান মো. আবদুর রহিম চৌধুরী, আলোচনায় অংশ নেন, আ'লীগ নেতা এম সাইফুর রহমান, ফরিদুল আলম চৌধুরী, ওসি তদন্ত মজনু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, এলজিইডি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহিউদ্দিন, যুবলীগ নেতা যথাক্রমে গিয়াস উদ্দিন, আনছারুল হক, জাহিদুল ওসমান নেচার, মেম্বার কামাল উদ্দিন হেলাল, থানার সহকারী পরিদর্শক অজয় পাল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ইরফান সাদেক শুভ প্রমূখ।
চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী বলেন, জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবন নতুনভাবে নির্মাণের জন্য নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন টেন্ডার প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই কাজ শুরু হবে। গরু চুরি, মাদক, সন্ত্রাসী বিষয়ে কঠোর প্রদক্ষেপ নেয়া হবে।