স্টাফ রিপোর্টার:
“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শ্লোগান নিয়ে চলমান “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ্ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ চলছে। এরই অংশ হিসেবে একক অভিনয় ও বিতর্ক প্রতিযোগিতা ২০ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল “ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষা পরিবেশের সহায়ক”। বিষয়ের পক্ষে অংশগ্রহণ করে দশম শ্রেণির শিক্ষার্থী এবং বিপক্ষে অংশ নেয় নবম শ্রেণির শিক্ষার্থীরা।
এতে বিচারক ছিলেন প্রধান শিক্ষক মো. ওসমান আলী, কুন্তুল বড়ুয়া ও সহকারী শিক্ষক শফিকুল আলম এবং মডারেটর ছিলেন সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়া। প্রধান শিক্ষক মো. ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদলে ছিল উম্মে হাবিবা সেফা, সুবহা ইসলাম ও সাফিয়া জেরিন প্রিয়া (দলনেতা)। বিপক্ষে ছিল সুমাইয়া তাবাসসুম সুহি, ওয়াহিদা আক্তার ও নাফিছা তাবাসসুম প্রমি। বিতর্কেল নবম শ্রেণির ছাত্রী অর্থাৎ বিপক্ষ দল জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা নাফিছা তাবাসসুম প্রমি।
Leave a Reply