মুহাম্মদ আরফাত হোসেন,বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে কর্মরত পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ৯ এপ্রিল দুপুরে চন্দনাইশ সদরস্থ চন্দনাইশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পত্রিকার হকার, প্রতিবন্ধি, দুস্থ শতাধিক পরিবারের মাঝে সিটি গ্রুপের অর্থায়নে, উপজেলা যুবলীগের সহয়তায় প্রতি পরিবারের ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি চনা, ১ কেজি চিনি, ৫ কেজি চিরা, ১ কেজি লবণ, আধা কেজি চা পাতা, ২ কেজি পিঁয়াজ, ১ লিটার তেল, ১ টি সাবান ও দুধ বিতরণ করা হয়। চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মু. এরশাদ, যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন, সাংবাদিক যথাক্রমে- মাও. মোজাহেরুল কাদের, নাছির উদ্দীন, এস এম রহমান, আজিমুশ শানুল হক দস্তগীর, শাহাদত হোসেন, মাঈন উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এস.এম জাকের, শহিদুল ইসলাম, আরফাত হোসেন প্রমূখ। এ সময় বক্তাগণ বলেন, রমজানের সিয়াম সাধনার মধ্যে আর্থিকভাবে অসহায়দের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের রমজান মাসে রোজাদারদের জন্য ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply