চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়া কর্তৃক আয়োজিত "ছাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট"- ২০২৪-২৫ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়া মতি পুকুর পাড় সৃজন মাস্টার স্টেডিয়ামে ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী দলকে ট্রফি তুলে দেন সৌদি আরব মানাজিল আল মারজানও মানাজিল আল সাফা হোটেল ম্যানেজম্যান্ট চেয়ারম্যান অফ লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)।
হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম হিরু, প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এনামুল হক এনাম, বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ ইসহাক, সমাজসেবক মো: আকতার উদ্দীন, সমাজসেবক
মো: মহিউদ্দীন, চাকুরীজীবি মো: সিরাজুল ইসলাম, ব্যবসায়ী মো: আব্দুর রহিম, সমাজসেবক মো: নাজিম উদ্দিন, শিক্ষক বাবু সৃজন মাষ্টার, সমাজসেবক বাবু জহুলাল দত্ত, ব্যবসায়ী মো: মোস্তাক, ব্যবসায়ী মোঃ ইমরানুল হক, ব্যবসায়ী মো: সোহেল, ব্যবসায়ী মো: ফারুক, সমাজসেবক মো: মারুফ, ব্যবসায়ী মো: জসিম উদ্দীন, ব্যবসায়ী মো: মোরশেদ, ব্যবসায়ী মো: মামুন, ব্যবসায়ী মো: আরিফ, ব্যবসায়ী মো: আবু জাফর, চাকুরীজীবি মো: মেজবাউদ্দীন নিজামী, চাকুরীজীবি মো: মঈনু উদ্দীন, ব্যবসায়ী মো: বাহাদুর ইসলাম, প্রবাসী মো: সাইফুল ইসলাম, চাকুরীজীবি মো: মোজাম্মেল হোসেন, চাকুরীজীবি মো: আজাদুল ইসলাম, সমাজসেবক মোহম্মদ মাসুদ প্রমুখ।
শিক্ষক আবদুল মান্নান আজাদ ও মাহাবুবুল আলমের যৌথ সঞ্চালনায় আয়োজন কমিটি পক্ষে ছিলেন মোঃ হোসেন,মোঃ ইসালাম, বাদশা, হেলাল, ফরিদ, মেজবাহ, সোহেল, রিয়াদ, হাকিম, ইমন, হৃদয়, মোঃ শাহ-নেওয়াজ, শহিদ, দুলাল, খালেক, সালাউদ্দিন, মহিউদ্দিন, ইব্রাহিম, সিরাজ, মিন্টু, মোজাম্মেল, সার্বিক সহযোগিতায় ছিলেন রিফাত মুন্না, মোঃ তানভীর, মোঃ রাহাত, মোঃ মাহফুজ, মোঃ আকিব, মোঃ সাঈদ, রাশেদ, তাছিন, সাফিন, রিদুওয়ান, জাহেদ, রাসেল, মুন্না, আরাফাত, সোহান সহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, ছাদেক মোহাম্মদ পাড়া তরুণ উন্নয়ন সংগঠনের সদস্য, অসংখ্যা দর্শকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ভিলেজ এফসি ফুটবল ক্লাব ৭-১ গোলে মোজাহের পাড়া যুবউন্নয়ন সংগঠন ফুটবল একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হন ভিলেজ এফসি ফুটবল ক্লাব। প্রধান অতিথি একটি সুন্দর সমাজ বিনির্মানে খেলাধুলা গুরুত্ব তুলে ধরেন।