আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরকল এসজেড উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপ-শহরখ্যাত দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোহাজারী ব্লাড ব্যাংক’র সহযোগিতায় শনিবার (১২ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই বিদ্যালয়ের ছয় শতাধিক ছাত্র-ছাত্রীকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান, ইতিহাস গবেষক মাহমুদ বিন কাশেম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সেলিম উদ্দীন, সরোয়ার কামাল লিটন, চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রামের প্রতিষ্ঠাতা নোমান উল্লাহ্ বাহার, সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হৃদয়, বোরহান উদ্দিন গিফারি, একেএম নাঈম উদ্দিন সায়েম, খালেদা বেগম শেলি, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমদ,দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন এসএম ওয়াহিদ রনি, মাঈনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, জাহিদুল ইসলাম সাকিব, কার্যকরী সদস্য কামরুল ইসলাম মোস্তফা , সহ-কার্যকরী সদস্য বিনয়মিত্র ভিক্ষু, রাজন বড়ুয়া, নাঈম উদ্দিন, ফয়সাল উদ্দিন, শাহেদ হোসাইন, সাজ্জাদ হোসেন রিয়াদ, সোহান, সায়মন, শাহাদাত সালেহিন, সালাউদ্দিন সুমন, আল রিয়াদ, শফিউল আলম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর