আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ চরবরমায় শহীদ আবুল কালাম কন্ট্রাকটর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের চরবরমায় শহীদ আবুল কালাম কন্ট্রাকটর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। শংখনদীর পাড়ে তৈরী করা খেলার মাঠে ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান। উদ্বোধক ছিলেন রেমিট্যান্সযোদ্ধা ওবাইদুল হক রোকন সিআইপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কুতুব উদ্দীন, ইউনিয়ন এলডিপির সভাপতি মো. মোসলেম খান, ইউপি সদস্য মো. আনিসুর রহমান চৌধুরী, মাস্টার মো. নুরুল হোসেন, শহীদ আবুল কালাম কন্ট্রাকটরের ভাই মো. আবু বক্কর, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসীম উদ্দিন, সাবেক মেম্বার মো. শাহ আলম, বিএনপি নেতা মোজাম্মেল খান, মো. সেলিম উদ্দীন হ্নীলা, মো. আলাউদ্দিন, মাহবুব আলম, মাহমুদুল হক খোকন, সেলিম উদ্দীন।

মো. জাহেদুল আলমের সভাপতিত্বে ও মো. ফরমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনছফ আলী, হুমায়ুন কবির, মো. আনিছুর রহমান, দেলোয়ার হোসেন খান, মো. ইলিয়াস, জাকের হোসেন, জসিম উদ্দিন প্রমুখ

এ উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি ও সেবন্দী ফুটবল একাদশ। এতে ১-০ গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে হারিয়ে সেবন্দী ফুটবল একাদশ জয়লাভ করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এমডি রিংকু।
ধারা বর্ণনায় ছিলেন আবদুল মান্নান আজাদ, কে এম আমিনুল ইসলাম ও মাসুদ পারভেজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর