আজ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ কাঞ্চনাবাদে প্রত্যাশী সিমস প্রকল্পের নিরাপদ অভিবাসন অবহিতকরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল: “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” শ্লোগানে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “প্রত্যাশী” বাস্তবায়নাধীন স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি, জিএমসি, মাইগ্রেশন ফোরাম ও অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২৬ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সবুজ সংঘ ক্লাবে সম্পন্ন হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদে সংযুক্ত উপজেলার কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মীর নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা শরীফ মঈনুদ্দীন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ আবদুল হকিম, ফোরাম সভাপতি মাস্টার কামাল উদ্দীন আহমেদ, ফোরাম সেক্রেটারি হাবীবুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য লাকী আক্তার, সুলতানা পারভিন, খুরশিদা বেগম, আবুল হোসেন, ফোরাম সদস্য মাহাবুবুল আলম, শারমিন আক্তার, খাইরুল বশর, লোকাল লিডার অর্পিতা বড়ুয়া, জিএমসি সদস্য হ্যাপী আক্তার, উদ্যোক্তা সফিকুল ইসলাম, রীমা আক্তার, পিয়ার ইনফরমেন্ট আমিনুল ইসলাম প্রমুখ।

১)প্রকল্প; সংস্থা এবং প্রকল্প কার্যক্রম সম্পর্কে পুনঃধারণা প্রদান, বাস্তবায়নকারী সংস্থা, দাতা সংস্থা এবং প্রকল্পের অর্জনের সংক্ষিপ্ত বিবরণ, ইউনিয়ন ভিত্তিক প্রকল্পের সম্পাদিত এবং চলমান কার্যক্রম পর্যালোচনা। ২)অভিবাসনের স্থানীয় প্রেক্ষাপট ও নিরাপদ অভিবাসনে করণীয়: স্থানীয় পর্যায়ে অভিবাসন প্রেক্ষাপট এবং নিরাপদ অভিবাসনে চ্যালেঞ্জ সমূহ, অভিবাসন আইন এবং নিরাপদ অভিবাসন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ, জিএমসি কমিটি, মাইগ্রেশন ফোরাম, সাব এজেন্ট, পিয়ার ইনফরমেন্ট, প্রমূখগণের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ।
৩) প্রত্যাশা এবং পরবর্তী পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতা: মাইগ্রেশন কর্নার কার্যক্রম ও ইউনিয়ন বরাদ্দ নিয়মিতকরণ ও তার ব্যবহার, প্রি-ডিসিশন মেকিং ওরিয়েন্টেশন (পিডিএমও)’র গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রি-ডিসিশন মেকিং ওরিয়েন্টেশন (পিডিএমও) এর পার্টিসিপেন্টস সংগ্রহ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশদভাবে আলোচনা করা হয়।

বক্তারা নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্বারোপ করে বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতারণার শিকার ব্যক্তিদের আইনী সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে। সরকারের সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর