চন্দনাইশ প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা,দোহাজারী পৌরসভা বিএনপি’র ও অঙ্গ- সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) ১৯ রমজানে বুলার তালুক মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন মাঠ প্রাঙ্গণে চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বেলাল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর। প্রধান বক্তা ছিলেন সাবেক চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন।
চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল ও পৌরসভা যুবদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ছোটন যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদুল আলম, আব্দুর রহিম, বানুমিয়া, কামরুল, এস এম মাসুদ, জাহাঙ্গীর, সোলেমান, জিয়াউল হক জিয়া, আব্দুর রহমান, আজিজ, রাজিব, রিপন, প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply