চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা সাবেক আনসার ও ভিডিপি কর্মকর্তা ও গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহমদুর রহমান (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি উপজেলার চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া কাঞ্চনপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শনিবার আছরের নামাজের পর গাছবাড়িয়া কাঞ্চনপাড়া মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ সরওয়ার আহসান, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি’র সভাপতি শাহজাহান আজাদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।