চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৭নং সাতবাড়িয়া ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব সাইফুল ইসলামকে ফুলেল সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় সাতবাড়িয়া নাজিরহাট চত্বরে এই ফুলেল সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহরিয়া ইমরানস প্রমুখ সহ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনিয়ন নেতাকর্মীরা চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক মোখলেছুর রহমান ও সদস্য সচিব সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
Leave a Reply