চন্দনাইশ উপজেলার হাসিমপুরে, কালাজী তালুকদার বাড়ী একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে দক্ষিণ হাসিমপুর কালাজী তালুকদার বাড়ী একতা সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ফাতেহা-ই- ইয়াজদাহুম উপলক্ষ্যে ৬ষ্ঠ তম আজিমুশশান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দক্ষিণ হাশিমপুর খাঁন বটতল জামে মসজিদ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।
কালাজী তালুকদার বাড়ীর বিশিষ্ট সমাজসেবক মমতাজ মিয়ার সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো: আবদুল মান্নান ( এম এসসি, এম বি.এ), প্রধান অতিথি ও আলোচক ছিলেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ হোছাইন আল – কাদেরী (মা.জি.আ.), প্রধান আর্কষণ ছিলেন কুমিল্লা লক্ষীপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান জালালী আশেকী (মা.জি.আ.), প্রধান বক্তা ছিলেন খাঁন বটতল জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান মুজাদ্দেদী (মা.জি.আ.), বিশেষ বক্তা ছিলেন দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মুহাম্মদ ইমরান হোসাইন আল-কাদেরী (মা.জি.আ.)।
বিশেষ অতিথি ছিলেন খাঁন বটতল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দক্ষিণ হাসিমপুর কালাজী তালুকদার বাড়ী একতা সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চন্দনাইশ প্রতিনিধি
Leave a Reply