আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলার ‘পকেট কমিটি’ প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ


চন্দনাইশ প্রতিনিধিঃ

এলডিপির প্রতিষ্ঠাতা ড. কর্ণেল অলি আহমদের নিজ নির্বাচনী এলাকায় চন্দনাইশ উপজেলার এলডিপির অঙ্গ-সংগঠন গণতান্ত্রিক ছাত্রদল এর উপজেলা তৃনমুল ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে কতিপয় রাজনৈতিক ব্যাক্তিদের পছন্দের অযোগ্য নেতৃত্বের মাধ্যমে পকেট কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭২ ঘন্টার মধ্যে পকেট কমিটি বাতিল না হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ও সদস্য সচিব মহিউদ্দিন সহ পুরো কমিটি ও দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার (২১মার্চ) বিকালে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি শওকত পারভেজের সভাপতিত্বে বরমা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি এ কে এম নাঈম উদ্দীন সায়েমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের সাবেক সভাপতি জসীমউদ্দীন। এতে বক্তব্য রাখেন প্রতিটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাতবাড়িয়ার হামিদ, সোলাইমান, রিয়াদ, বরমার বেলাল, শাহরুখ, জোয়ারার রফিক, হাসিমপুরের ছোটন, সাত্তার, বরকলের রাসেল, এরফানসহ উপজেলার তৃণমূল পর্যায়ের অনেক সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় বক্তারা উপজেলা গণতান্ত্রিক ছাত্রদলের সম্মেলন প্রস্তুতি পকেট ও অগ্রহনযোগ্য কমিটি আগামী ৭২ ঘন্টার মধ্যে বাতিল সহ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রুবেল চৌধুরী ও সদস্য সচিব মহিউদ্দিন সহ পুরো কমিটি ও দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। উক্ত কমিটির বিষয়ে কোন প্রকার সিদ্ধান্ত না আসিলে উপজেলা তৃণমূল ও প্রত্যেক ইউনিয়নের গণতান্ত্রিক ছাত্রদলের সাংগঠনিক নেতৃবৃন্দ গণহারে দলীয় কর্মকান্ড থেকে পদত্যাগ করার দাবী করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর