চন্দনাইশ প্রতিনিধি
`জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিনব্যাপি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা প্রশাসন আয়োজন করেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মোট ১৬টি স্টল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও মো. রাজিব হোসেন। মেলায় স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।