মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশে ১২শ পিস ইয়াবাসহ মো. রিয়াজ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ কাঞ্চনপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে মো. রিয়াজ নামে এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।