মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড হিলফুল ফুযুল সৈয়দ বুলার তালুক একতা সংঘের উদ্যোগে ২য় বারের মতো পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে সৈয়দ বুলার তালুক শাহী জামে মসজিদ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দ বুলার তালুক শাহী জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেগা গ্রুপ এন্ড আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক, প্রধান ওয়ায়েজ ছিলেন হযরত জঙ্গলী পীর ইসলামীয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সুপার মুফতি মুহাম্মদ আব্দুল আজিজ রজভী।
বিশেষ ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রাম তাজবিদুল কুরআন আইডিয়্যাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল আজিম, হাশিমপুর ইসলামীয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুদারেজ মাওলানা মুহাম্মদ মঞ্জুর আলম, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হাছান শরীফ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক মেম্বার মো: ইসহাক, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক মোঃ আকতার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মহি উদ্দিন, রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার সাধারণ সম্পাদক মো: আবদুর রহিম সওদাগর, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাফর, বিশিষ্ট ব্যবসায়ী জগির সওদাগর, বিশিষ্ট সমাজসেবক মনির সওদাগর প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজ সেবক মোঃ তাহের, মোঃ শহীদুল আলম, মোঃ মামুনুর রশিদ, জাবেদুর রহমান, মোঃ আব্দুল গফুর, মোঃ সোহেল, মোঃ জাহেদুল আলম সহ হিলফুল ফুযুল সৈয়দ বুলার তালুক একতা সংঘের সভাপতি মোহাম্মদ রায়হান ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একতা সংঘের নেতৃবৃন্দরা।
Leave a Reply