চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টায় মোজাহেরপাড়া ফুটবল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পটিয়া মাঝির পাড়া স্পোটিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে।
মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম মিড়িয়া ফোরামের সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী, প্রধান মেহমান ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীরুল ইসলাম চৌধুরী, উদ্বোধক ছিলেন মোহাম্মদীয়া জামে মসজিদ ও মোহাম্মদীয়া কবিরিয়া উম্মে খাইয়ের সুন্নিয়া নুরানি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ রফিক উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবদুল মান্নান এ্যানি, শরিফ উদ্দিন, সৈয়দ নূর, আব্দুর ছবুরসহ মোজাহেরপাড়া যুব উন্নয়ন সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে ফেরাতে পাড়ায় পাড়ায় এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে। মাদক ছেড়ে খেলাধুলায় আগ্রহ বাড়ানো জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা আর ট্রফি ও রানার্সআপ দলকে ৫হাজার টাকা আর ট্রফি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
Leave a Reply