আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ


মুহাম্মদ আরফাত হোসেন,বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার নিজস্ব তহবিল থেকে চন্দনাইশের হতদরিদ্র, সহস্রাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন। গ্রামকে শহর করার পরিকল্পনা গ্রহণ করে বর্তমান প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ট্যানেলের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
গত ৮ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার হাশিমপুর মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহাবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক আবদুস সাত্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোজাম্মেল হক, বদিউল আলম, কাউন্সিলর মোরশেদুল আলম, মেম্বার যথাক্রমে হেলাল উদ্দিন, মো. আইয়ুব, আবদুল মান্নান, মো. শফি, মো. ইদ্রিস মিয়া, মো. সওদাগর, শাহিদা আকতার, যুবলীগ নেতা আমজাদ হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, মো. শিমুল, সায়েম চৌধুরী প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর