মুহাম্মদ আরফাত হোসেন-বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর খুনিয়া পাড়ায় শাহসূফী হযরত মৌলানা সৈয়দ গাজী কালা চাঁন ফকির শাহ (রহঃ)'র বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) মাহফিল, গত ২৬ ফেব্রুয়ারি মাজার পরিচালনা কমিটির সভাপতি শাহ্জাদা গাজী মো. আলাউদ্দিন শাহ্'র সভাপতিত্বে, মো. নোমান তালুকদার জিশানের সঞ্চালনায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. হারুন রশিদ সওদাগর, প্রধান বক্তা ছিলেন পটিয়া গাউসিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব মাও. মুফতি আবু ওয়াহেদ কাদেরী, বিশেষ বক্তা ছিলেন কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ রহমানিয়া জামে মসজিদের খতিব মাও. ইসমাইল হোসাইন আল- কাদেরী, খুনিয়া পাড়া হযরত আফজল সিকদার(রহঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাও. সাইফুল ইসলাম কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছৈয়দুল আলম, মো. সেলিম উদ্দিন, মো. গোলাপ , মো. ইমন, মো. তৈয়বুল্লাহ, মো. রিয়াদ, মো. জাহেদ, মো. মানিক, মো. ইকবাল প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. মুফতি আবু ওয়াহেদ কাদেরী।