আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান


স্টাফ রিপোর্টার:

চন্দনাইশে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সালমা আদিল ফাউন্ডেশন’। ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্কুলের অসচ্ছল এবং মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণে শিক্ষা সহায়তা তহবিল বিতরণ করা হয়।

পটিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তে অবস্থিত জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়ে ৪ ডিসেম্বর ২০২৪ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক চপল কান্তি সেনের সভাপতিত্বে এবং ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক কর্মসূচির সমন্বয়ক নোটন দেব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, জ্যেষ্ঠ শিক্ষক সাধন কুমার বড়ুয়া, জ্যেষ্ঠ শিক্ষক শ্যামল ভট্টাচার্য্য ও জ্যেষ্ঠ শিক্ষক সাহেল রানা।
তাঁরা বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড।

দেশের অর্থনৈতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পেছনে থাকা জনগোষ্ঠীকে শিক্ষায় সহায়তা করার বিকল্প নেই। কাউকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না।’ শিক্ষার্থীদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করাই শিক্ষা সহায়তা কর্মসূচির লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সালমা আদিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর