আজ ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের উদ্যোগে ইফতার মাহফিল


চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের উদ্যোগে ইসলামে সাম্য ও ন্যায় বিচার বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বুলার তালুক রাস্তা মাথা সংলগ্ন লিগ্যাল এইড সেন্টার এলাকায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ‍্যাপ্টারের প্রেসিডেন্ট বিএনপি নেতা এম এ হাশেম রাজু।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মাবুদ মাহাবু, চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা মোজাম্মেল হক বেলাল, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইখতিয়ার হোসেন,পৌরসভা বিএনপির সদস্য সেলিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক দক্ষিণ জেলা যুবদলের আবু বক্কর, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আজম খান,পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল হোসেন ছোটন, জাহাঙ্গীর আলম, রাজিব উদ্দিন চৌধুরী, আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, আফিল উদ্দিন আহম্মেদ, আবদুরহিম চৌধুরী,সোলেমান, নোমান শিবলী, মাহবুব আলম, আব্দুর রহমান, আবু ইউসুফ প্রমুখ।

উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার, পেশাজীবী, সাংবাদিকসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর