চন্দনাইশ প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাতবাড়িয়া ইউনিয়নে এলডিপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চন্দনাইশ উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিঞা।
সাতবাড়িয়া ইউনিয়নে এলডিপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম ও সাতবাড়িয়া ইউনিয়ন গনতান্ত্রিক ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হামিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোঃ লিয়াকত আলী, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল মেম্বার, সাধারণ সম্পাদক মাস্টার আমিনুল ইসলাম, বরকল ইউনিয়নে এলডিপির সভাপতি আলহাজ্ব সাঈদ ইবনে খায়ের, সাধারণ সম্পাদক মোঃ সাহেব উদ্দিন মেম্বার, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আমিনুল হক রাসেদ, সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ এয়াকুব, চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম, গণতান্ত্রিক সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া হোসেন ইমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক মনজুর মুহাম্মদ, এলডিপি নেতা শিক্ষক আবুল কাসেম প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply