চন্দনাইশ প্রতিনিধি
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সামাজিক দায়বদ্ধতার আলোকে আর্তমানবতার সেবায় প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সাজেদা খায়ের ফাউন্ডেশন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে কম্বল বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সাংগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সহ সভাপতি এবং সাজেদা খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এমএ তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম সোয়েব, সাবেক ক্রিকেটার হালিম শাহ, মোরশেদুল আলম, জহির আহমদ চেয়ারম্যান, এলাহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরি, মো. রেজাউল করিম প্রমুখ।
Leave a Reply