আজ ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে আগামী ৩ থেকে ৭ এপ্রিল বাসন্তী পূজা


চন্দনাইশ উপজেলার সুচিয়ায় শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের আয়োজনে প্রতি বছর মত এবারও ২৪ তম শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী বাসন্তী পূজা। শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজের পক্ষে আশ্রমের একনিষ্ঠ ভক্ত উজ্জ্বল ধর সকল ভক্ত বৃন্দদের ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানান।

আগামী ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে প্রতিমা প্রদর্শন, শ্রী শ্রী গীতাপাঠ, শ্রী শ্রী চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আৱতি প্ৰতিযোগিতা,মহতী ধর্মসভা, শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ ছাড়াও বিশেষ আকর্ষণ থাকছে সুধীর আচার্য্য ও মেরী আচার্য্যের পরিচালনায় রাত ৯ টায় ধর্মীয় নাটক দেবী দুর্গা। সৌজন্যে অনিরুদ্ধ ধর শ্রীয়ান। শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমের ভক্ত উজ্জ্বল ধর মন্দিরের উন্নয়নের জন্য সকল ভক্ত বৃন্দের সাহায্য সহযোগিতা কামনা করেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর