চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ জাফরাবাদ সুন্নিয়া মাদ্রাসার পূর্ব পাশে হযরত শেখ ছৈয়দ মোহাম্মদ শাহ্ নূর (রহ.) এর ৩১তম বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সুন্নী তাফসীরুল কুরআন মাহফিলে আসছেন প্রধান বক্তা হিসেবে দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান পীরজাদা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী (মা.জি.আ.)।
চন্দনাইশ সর্বস্তরের সুন্নি মুসলিম জনসাধারণের সার্বিক সহযোগিতায় দক্ষিণ জাফরাবাদ সুন্নিয়া মাদ্রাসার পূর্ব পাশে মাঠে ওয়াজ মাহফিলে তিনি রাত ১০টায় বয়ান পেশ করবেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ মাগরিব হতে আয়োজিত ওয়াজ মাহফিলে দেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামি চিন্তাবিদগন বয়ান করবেন বলে জানা গেছে। এতে প্রধান অতিথি থাকবেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, উদ্বোধক থাকবেন জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আব্দুল গফুর রেজভী, প্রধান মেহমান থাকবেন কালিপুর দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা জগলুল ইসলাম মিয়া (মা.জি. আ.) প্রধান আলোচক থাকবেন রাউজান উরকিরচর মুহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা হাসান রেজা আলকাদেরী (মা.জি.আ.), বিশেষ মেহমান থাকবেন মহেশখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আলকাদেরী, বিশেষ বক্তা থাকবেন জিন্নাত মাতব্বর জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের, সভাপতিত্ব করবেন সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন মুফ্তি সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারি (মা.জি.আ.), নাত পরিবেশন করবেন শায়ের মুহাম্মদ মোরশেদ হানাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির প্রচার সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, এডিশনাল পিপি এডভোকেট মাহাবুবুল আলম, বৈলতলী ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক হাজী নুরুল আলম সওদাগর, ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীন, ব্যবসায়ী মোহাম্মদ বেলাল শরীফ, ব্যবসায়ী মো: মোক্তার হোসেন, ব্যবসায়ী হাবিবুর রহমান সওদাগর, ব্যবসায়ী মোঃ আজগর আলী সওদাগর, ব্যবসায়ী মোহাম্মদ মুনছুর সওদাগর, ব্যবসায়ী মোহাম্মদ ফিরোজ সওদাগর, আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন দুবাই প্রবাসী মোহাম্মদ জাহেদ, লন্ডন প্রবাসী মোহাম্মদ হাসান সোহেল প্রমুখ।
সুন্নী তাফসীরুল কোরআন মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে বিভিন্ন অনলাইন চ্যানেলে।
মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ মখলেছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আবু তৈয়ব, যুগ্ম আহবায়ক যথাক্রমে মোহাম্মদ আব্দুল শুক্কুর, মো: নুরুল আলম আজাদ, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহ্ আলম, সদস্য মনির আহমদ জানান ইতিমধ্যে এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল যথা সময়ে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ মখলেছুর রহমান বলেন, বরাবরের মতো এবারো আশেপাশের উপজেলা ও বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক সমাগমের আশংকা করা যাচ্ছে। সেজন্য মাহফিল পরিচালনা কমিটি যানবাহনের পার্কিংসহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসময় তিনি এ মহতি বার্ষিক ওয়াজ মাহফিলে সবান্ধবে যোগদান ও দোয়ায় শামিল হতে ধর্মপ্রাণ সুন্নী জনতাকে আহবান জানিয়েছেন।
Leave a Reply