আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চন্দনাইশ থানা পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে মানুষের ঢল নামে উপজেলার প্রতিটি শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

এরপর সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক মো. রাজিব হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আজাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।

এদিকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ, আলোচন সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর