আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে মানবতার ফেরিওয়ালার বৃত্তি পরীক্ষা সম্পন্ন


আরফাত হোসেন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার স্বেচ্ছাসেবী অন্যতম সংগঠন মানবতার ফেরিওয়ালার উদ্যোগে প্রথম বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা পৌরসভার মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হয়। ২০ ডিসেম্বর (শুক্রবার) সকালে এ পরীক্ষায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০৩ জনের মধ্যে ৩৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন। ৪র্থ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত স্কুল মাদ্ররাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, কলেজ অধ্যক্ষ আমজাদ হোসেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাংবাদিক যথাক্রমে জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরফাত হোসেন, বৃত্তি পরিচালক মো. আমিনুল্লাহ, উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, মো. আরমান উল্লাহ, মামুনুল ইসলাম, মো. ফয়সাল, মো. শরীফ উদ্দীন, কাজী রিমন, মো. নোমান, মো. মোজাম্মেল হক প্রমুখ। প্রতি ক্লাসে ট্যালেন্ট, সাধারণ গ্রেডে বৃত্তির ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর