মুহাম্মদ আরফাত হোসেন
উপজেলার বরকল হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থী আহানত (৯) মাদ্রাসার রান্না ঘরের তরকারি ঝোল পড়ে শরীরের নিচের অধিকাংশ পুড়ে যায়। চমেক হাসপাতালে দীর্ঘ ৭ দিন চিকিৎসার পর গত ৩০ জুন ভোররাতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
স্থানীয়ভাবে জানা যায়, বরকল হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থী আহানত গত ২৪ জুন রাতে মাদ্রাসার রান্না ঘরের তরকারির ঝোল পড়ে শরীরের নিচের অধিকাংশ পুড়ে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করেন।
আহানত সেখানে দীর্ঘ ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, আহানতের পিতার আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়না তদন্তবিহীন দাফনের অনুমতির বিষয়টি চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। আহানত বাশঁখালীর শেখের খিলের নাজিম উদ্দীনের ছেলে বলে জানা যায়।
Leave a Reply