আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

 চন্দনাইশে মাদকদ্রব্যসহ রোহিঙ্গা মাদক কারবারি আটক


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে ব্রীজ সংলগ্ন বার্মা কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কুখ্যাত রোহিঙ্গা মাদক কারবারি রহিমা বেগম (৪০)কে গ্রেপ্তার করেছে। মাদক কারবারি রহিমা বেগমের স্বামী নাম রোহিঙ্গা ওসমান।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে ব্রীজ সংলগ্ন বার্মা কলোনিতে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বার্মা কলোনিতে প্রতিটি পরিবারে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেশীয় তৈরি বাংলা মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ কুখ্যাত মাদকদ্রব্য কারবারি রোহিঙ্গা রহিমা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে চন্দনাইশ থানায় সোপর্দ করেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর