চন্দনাইশ প্রতিনিধিঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটি। সোমবার (১৬ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধা জানানোর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপি এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আরেফিন মাসুদ, প্রচার সম্পাদক মোঃ তানিম, সদস্য আবুল কাশেম চৌধুরী, সদস্য মোঃ নুরুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন,বিজয়ের এই দিনটি আমাদের গর্বের এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের সাক্ষ্য। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি।
ছবির ক্যাপশনঃ চন্দনাইশে মহান বিজয় দিবসে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি আর আলোচনা সভা য় নেতৃত্বে দিচ্ছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট খন্দকার এম এ হেলাল সিআইপি।