চন্দনাইশ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ ৮টায় ইউনিয়ন পরিষদ শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বৈলতলী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈলতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক নওশা মিয়ার সভাপতিত্বে ও বৈলতলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিমুর রশীদ ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ খ ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মাহামুদুর রহমান, বিএনপির নেতা শামশু উদ্দিন মেম্বার, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, আইনুল হুদা, নুরুল হুদা বাবর, আবদু রহিম, রশিদ আহমেদ কোম্পানি, আবদু ছালাম কোম্পানি, শাহাজাহান চৌধুরী, মোঃ সেলিমুল্লাহ্, মোঃ সেলিম উদ্দিন, ফরিদ ভূঁইয়া, মোঃ আনিচ চৌধুরী, শাকিল মোঃ চৌধুরী, মামুনুর রশীদ, আবদুল আজিজ, সাবেক কমিশনার নুরুল কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার চৌধুরী, শামসুল আরেফিন মাসুদ, সাইফুল হাছান নান্টু, মোঃ নাছির, মোঃ তাজ উদ্দিন, জাকের হোসেন, সাদ্দাম হোসেন সুমন, শরাফত আলী, মোঃ হাসেম, করুন সুশীল, লিটন, আবু তাহের, হান্নান চৌধুরী, মোঃ আলি, মোঃ ইদ্রিস প্রমুখ সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।