আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে বরকল প্রবাসী ফোরামের অনুষ্ঠানমালা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন “বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম”-এর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মরহুম মগফুর এম আজিজুল হক হিরো স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল, রেমিট্যান্সযোদ্ধা সম্মাননা, বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর রোববার সকালে কানাইমাদারী শান্তিরহাটস্থ সংগঠনের কার্যালয়ে ইউনিয়নের স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বনজ, ফলজ ও ভেষজ (ঔষধী) গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো ফজলুল করিম খোকনের সভাপতিত্বে ও সাংবাদিক মো. গোলাম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আইয়ুব খান, কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, এনজিও ওডেবের এরিয়া ম্যানেজার মো. মাহমুদুল হক, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল ও সাংবাদিক ওমর ফারুক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নুর মোহাম্মদ শিপু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক মো শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য কামাল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম সরওয়ার, ফার্মাসিস্ট মো. শামীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ৩ জন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রয়াত এক প্রবাসী পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর