চন্দনাইশ সংবাদদাতা: চন্দনাইশে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো বই প্রদর্শনী ও বিনিময় উৎসব। বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ও দেশপ্রিয় খেলাঘর আসরের আয়োজনে ২২ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ণিল কর্মসূচীতে এ বই প্রদর্শনী ও বিনিময় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্মসূচীর মধ্যে ছিল আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা, বই বিনিময়, বই বিক্রয়, বই প্রদর্শনী, বই সম্প্রদান (উপহার), পুরষ্কার বিতরণ ইত্যাদি। বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় অঙ্গনে প্রধান শিক্ষক আ. হ. ম. সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও খেলাঘর আসরের সহ-সভাপতি সুবল দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানমালায় উদ্বোধক ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক পরিচয় পত্রিকা সম্পাদক অধ্যাপক শিব প্রসাদ শূর, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী ও সহকারি প্রধান শিক্ষিকা সাজেদা বেগম। স্বাগত বক্তব্য দেন দেশপ্রিয় খেলাঘর আসরের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজীব আচার্য্য, অর্থ-সম্পদক পলাশ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক রানা দেব, সদস্য সমর ভট্টাচার্য্য, পাঠাগার সম্পাদক শান্তনু ধর শান্ত, সহ-প্রচার সম্পাদক অর্ক আচার্য্য, খেলাঘর সুহৃদ মুন্নি দেব, জুয়েল দেব প্রমুখ। বই পাঠ মানুষকে জ্ঞানী করে, সমাজকে শুদ্ধ করে, জাতিকে উন্নত করে। উন্নত জাতি ও সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য বই অধ্যয়ন বা জ্ঞান চর্চার বিকল্প নেই। নিজেদের মানব সম্পদ তৈরী এবং সমাজে অপরাধ রোধে বই পাঠ ও বই মনস্ক হওয়ার জন্য ছাত্র ও যুব সমাজের প্রতি বক্তারা আহবান জানান।