আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে প্রতিবন্ধী দিবস পালন


স্টাফ রিপোর্টার:

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলায় ৩৩ তম আন্তজাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপিত হয়। এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্য ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, অনুদান ও সহায়ক উপকরণ বিতরণ ইত্যাদি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান ও ফিল্ড সুপারভাইজার শফিউল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি মো. আজাদ হোসেন, ভেটেরিনারি সার্জন মো. সাদ্দাম হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি সেলিনা আকতার রৌশন চৌধুরী, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন, বিলকিস আকতার প্রমুখ।

এসময় ২০ জন প্রতিবন্ধীকে এক হাজার টাকা করে অনুদান এবং ৩ জনকে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর